বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

নীলফামারীতে দুই ইটভাটার জমিনানা

নীলফামারী, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় দুইটি ইটভাটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে জেলা সদরের গোরগ্রামের টিএবি ভাটা মালিককে দুই লাখ এবং টিএবি-১ নামে অপর একটি ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি ওই দুই ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ওই জরিমানার বিষয়টি নিশ্চিৎ করেছেন।