শেরপুরে তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০
আজ শেরপুরে ৩টি অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ছবি : বাসস

শেরপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে আজ ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয় ৬ লাখ টাকা। 

আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এসময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনার জন্য সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান-৪ জিগজ্যাগ ব্রিকসের কিলিন বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একইসঙ্গে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, ও পুলিশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০