কক্সবাজারে একদিনেই দুদকের দুই মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ও টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ফিরোজ আহমেদ ভুট্টোর নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ৯৫ লাখ ৩ হাজার ৬৮৩ টাকার সম্পদ পাওয়া গেছে। এরমধ্যে গ্রহণযোগ্য ও বৈধ আয়ের পরিমাণ ১৭ লাখ ৫৯ হাজার টাকা। যা তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

অপরদিকে টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ হোসাইনের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২ কোটি ৮২ লক্ষ ৯৪ হাজার ৫৮০ টাকার সম্পদ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযাগ্য অপরাধ।

এছাড়াও কক্সবাজার পৌরসভা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০