কক্সবাজারে একদিনেই দুদকের দুই মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ও টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ফিরোজ আহমেদ ভুট্টোর নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ৯৫ লাখ ৩ হাজার ৬৮৩ টাকার সম্পদ পাওয়া গেছে। এরমধ্যে গ্রহণযোগ্য ও বৈধ আয়ের পরিমাণ ১৭ লাখ ৫৯ হাজার টাকা। যা তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

অপরদিকে টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ হোসাইনের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২ কোটি ৮২ লক্ষ ৯৪ হাজার ৫৮০ টাকার সম্পদ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযাগ্য অপরাধ।

এছাড়াও কক্সবাজার পৌরসভা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০