কক্সবাজারে একদিনেই দুদকের দুই মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ও টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ফিরোজ আহমেদ ভুট্টোর নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ৯৫ লাখ ৩ হাজার ৬৮৩ টাকার সম্পদ পাওয়া গেছে। এরমধ্যে গ্রহণযোগ্য ও বৈধ আয়ের পরিমাণ ১৭ লাখ ৫৯ হাজার টাকা। যা তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

অপরদিকে টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ হোসাইনের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২ কোটি ৮২ লক্ষ ৯৪ হাজার ৫৮০ টাকার সম্পদ আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযাগ্য অপরাধ।

এছাড়াও কক্সবাজার পৌরসভা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০