স্ত্রীসহ গোপালগঞ্জ হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউলের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ সদর হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউল করিম সিকদার ও তার স্ত্রী শেফালী খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রিজাউল করিম সিকদার  দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ঋণ/দায়ের মিথ্যা তথ্য উল্লেখ করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৯ লাখ ২৩ হাজার ২০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রিজাউল করিম সিকদারের স্ত্রী শেফালী খানম দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৪ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০