স্ত্রীসহ গোপালগঞ্জ হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউলের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ সদর হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউল করিম সিকদার ও তার স্ত্রী শেফালী খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রিজাউল করিম সিকদার  দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ঋণ/দায়ের মিথ্যা তথ্য উল্লেখ করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৯ লাখ ২৩ হাজার ২০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রিজাউল করিম সিকদারের স্ত্রী শেফালী খানম দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৪ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০