স্ত্রীসহ গোপালগঞ্জ হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউলের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ সদর হাসপাতালের সাবেক প্রধান সহকারী রিজাউল করিম সিকদার ও তার স্ত্রী শেফালী খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রিজাউল করিম সিকদার  দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ঋণ/দায়ের মিথ্যা তথ্য উল্লেখ করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৯ লাখ ২৩ হাজার ২০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রিজাউল করিম সিকদারের স্ত্রী শেফালী খানম দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৪ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৬ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় দিয়ে ইসির চিঠি 
বিটিআরসি’র মতবিনিময় সভা : দুর্যোগ মোকাবিলায় সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের সুপারিশ
১০