ছাত্রলীগের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬
ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ছবি : বাসস

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। তারা উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে মিলিত হন।

এ সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

এ দিকে মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো নামে বেনামে ষড়যন্ত্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোপনীয় কার্যক্রম পরিচালিত করছে। রাবি ছাত্রলীগের হামলাকারী ও সিট বাণিজ্যের মূলহোতা সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা খেয়াল রেখে আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সোচ্চার আছি ও তাদের বিচারের দাবিতে স্মারক লিপি দিয়ে প্রশাসনকে অবহিত করেছি।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ছাত্রলীগ। তাদের এসব অপকর্মের জবাব দিতে ছাত্রদল সদা প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০