আইসিটি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন 

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় সংশোধনীসহ এবং আইনসভা ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে আরও সময়োপযোগী করার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনের জন্য প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদ শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর এর নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অনুরূপ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অনুমোদন প্রদান করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদীয়বিষয়ক বিভাগের যাচাই-বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদের সভায় শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার অনুমোদন আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বিপিএআরডি), গোপালগঞ্জের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ করার অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া উপদেষ্টা পরিষদ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়াকে নীতিগত এবং আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাই সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য অনুরূপ প্রতিষ্ঠান, যেমন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর নামকরণের জন্য, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমী, জামালপুর করা হয়েছে।

অবশেষে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে এবং পরিশেষে সম্পূরক বিষয় হিসেবে অনুমোদিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০