আসিয়ান দেশগুলোর সঙ্গে আগামীতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:২১ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৭:২৭
বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : পিআইডি

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

আসিয়ান পর্যটন, দেশগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে: যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন উসমান, মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আসিয়ান গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ
আফ্রিকান বর্ষসেরার তালিকায় এগিয়ে সালাহ, হাকিমি
মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে ২৫০০ স্টারলিংক ডিভাইসের সেবা বন্ধ 
আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা কাস্টমস হাউস ২৪ ও ২৫ অক্টোবর খোলা থাকবে
জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড মৃত্যু
বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী
শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া ফুটবল টুর্নামেন্ট
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি
চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন
১০