আসিয়ান দেশগুলোর সঙ্গে আগামীতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:২১ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৭:২৭
বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : পিআইডি

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

আসিয়ান পর্যটন, দেশগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে: যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন উসমান, মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আসিয়ান গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে উদ্যোগ নিয়েছে বিসিবি
রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কক্সবাজারে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
নরসুন্দায় কচুরিপানার মরণফাঁদে দুই ভাই, ডুবুরি দলের উদ্ধার
আবু সাঈদের মৃত্যুর খবর শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে : বাবা
যশোরে স্বর্ণের বারসহ তিন যুবক আটক
খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা 
মিনিয়াপোলিসের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭
মিৎসুবিশির সরে দাঁড়ানোর পরও বায়ুশক্তির ওপর আস্থাশীল জাপান
১০