গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০০:২৬
ছবি : বাসস

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫ ( বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,  'বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো বাকশালে পরিণত করেছিল।'

জাতীয় প্রেস ক্লাবে তাঁতী দলের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো নিরপেক্ষ নির্বাচন। এই পদ্ধতি ব্যতিত বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দ্বিতীয় কোনো পদ্ধতি নেই।’

তিনি বলেন, ‘গত এক বছর ধরে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সংস্কারের বিষয়ে আলোচনা করেছে। আজকের সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার তিন বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। দফাগুলো আমরা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছি। তাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জানে, কিভাবে মানুষের কল্যাণ সাধন করতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়ে দিয়ে গেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে কিভাবে উন্নয়ন-উৎপাদনের রাজনীতি করতে হবে, বহুদলীয় গণতন্ত্র কিভাবে চালু রাখতে হয়। তারই ধারাবাহিকতায় বিএনপি পুনরায় এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ১৮ কোটি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি সঠিক এবং ন্যায়ের পথে রাজনীতি করে। বিএনপি গুমু-খুনের রাজনীতি করে না। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশের মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা হয়েছিল। আমরা সেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আর এই অভিযাত্রায় বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আলোচনা সভায় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আমান উল্লাহ আমান
সাভারে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ গ্রহণ কাল
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন
কৃষিজমি সুরক্ষা এখন সময়ের দাবি : ভূমি উপদেষ্টা
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’র ওপর অংশীজন সভা অনুষ্ঠিত
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল
গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান
১০