
টাঙ্গাইল, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী ভাসানী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের পৌর এলাকা সন্তোষ মাজার প্রাঙ্গনে সাতদিন ব্যাপী ভাসানী মেলা-২০২৫ এর উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
এ সময় মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমত গার এর আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গন ভোজসহ ৭ দিন ব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়েছে।