ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:১১
ছবি : বাসস

খুলনা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রাইভেট টিউশন ও কোচিংয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং নৈতিক বিকাশে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ‘তোমরা যত বেশি খেলবে, তত ভালোভাবে পড়াশোনা মনে থাকবে। সত্যিকারের শিক্ষা নিহিত রয়েছে খেলাধুলা, চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধে।’

আজ মঙ্গলবার বিকেলে খুলনার বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘একটি বাড়ি, একটি গাছ: সবুজের অঙ্গীকার’ শীর্ষক প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে মত বিনিময়কালে আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে হেলাল বলেন, ‘আমরা এই মাঠেই খেলাধুলা করতাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতাম। টিফিনের সময় মাঠেই থাকতাম। এখন দুঃখজনকভাবে সেই খেলার মাঠ আর নেই। খেলাধুলার জায়গা কমে যাওয়ায় শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।’

বর্তমান শিক্ষা ব্যবস্থার অতিরিক্ত চাপের সমালোচনা করে তিনি বলেন, এখনকার শিক্ষার্থীরা বিকেলবেলা কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউটরের কাছে সময় কাটায়। এতে তারা রোবটের মতো হয়ে যাচ্ছে। আমাদের সময় বিকেলে খেলাধুলায় উৎসাহ দিতেন বাবা-মা। শারীরিক সক্ষমতা ছাড়া জ্ঞান অর্জনের তেমন মূল্য নেই।

শুধু নম্বর ও গ্রেডের পেছনে না ছোটার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে হেলাল বলেন, ‘আমি যখন এই স্কুলের ছাত্র ছিলাম, তখন যারা প্রতি পরীক্ষায় প্রথম-দ্বিতীয় হতো, তারা সবাই জীবনে সফল হয়নি। সুস্পষ্ট লক্ষ্য না থাকলে সফলতা আসে না। সমাজ ও জাতির শ্রদ্ধা পেতে হলে চরিত্র, নৈতিকতা ও পরিশ্রমই সবচেয়ে বড় সম্পদ।’

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষকরা আমাদের অভিভাবকের মতো। যারা শিক্ষকদের অবাধ্য হয়, তারা যতই শিক্ষিত হোক না কেন, শেষ পর্যন্ত অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে হেলাল পরামর্শ দেন- গল্প, উপন্যাস, ইতিহাস, সমাজবিজ্ঞান, ধর্মগ্রন্থ ও মহান ব্যক্তিদের জীবনী পড়ার মাধ্যমে নিজেদের মানসিক জগত সমৃদ্ধ করতে।

পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আমান উল্লাহ আমান
সাভারে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ গ্রহণ কাল
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন
কৃষিজমি সুরক্ষা এখন সময়ের দাবি : ভূমি উপদেষ্টা
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’র ওপর অংশীজন সভা অনুষ্ঠিত
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল
গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান
১০