চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২৩:৩৩

চাঁদপুর, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের মাছের হ্যাচারি সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমি পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর পুত্র এবং কিশোর চন্দ্র একই এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের পুত্র। অমি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস চলতি বছর উপজেলার  বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল নিয়ে দুই যুবক এলাকা থেকে চৌরাস্তা হয়ে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিল। আর পিকআপভ্যানটি বিপরীত দিক থেকে হাইমচরে যাওয়ার সময় ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ দুর্ঘটনার আওয়াজ পেয়ে লোকজন এগিয়ে আসে। ঘটনাস্থলেই দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান তাদেরকে  মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
১০