নারায়ণগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০

 

নারায়ণগঞ্জ, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার ভোরে ফতুল্লার রেললাইন এলাকায় নিহতের ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।

নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ইট বালু, সিমেন্ট লোড-আনলোড শেষে বাসায় চলে যান মামুন। আজ ভোর পাঁচটায় তাকে বাসা থেকে মোবাইলে ফোনে কে বা কারা প্রতিষ্ঠানের সামনে ডেকে আনে। এ সময় হঠাৎ তাকে গুলি করে দুই যুবক পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। 

পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্টের ব্যবসা করতেন। শুক্রবার ভোর তাকে বাসা থেকে ফোন করে ডেকে এনে গুলি করা হয়। তার ডান চোখে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম এ  বিষয়ে বলেন, নিহতের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।।  ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড টি ঘটানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০