সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ইন্দোনেশিয়া সফর

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল ২০২৫’র ২য় প্রস্তুতিমূলক সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। ছবি: আইএসপিআর

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি  প্রতিনিধি দল গত ৪-৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল ২০২৫’র ২য় প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন । 

ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত। 

ইউএন পিসকিপিং মিনিসটেরিয়াল-এর ২য় প্রস্তুতি মূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্ব শান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একইসাথে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন।

উল্লেখিত বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল (ক্যাথারিন পোলার্ড) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক মতবিনিময়ের ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। 

এছাড়াও অন্যান্য দেশের সাথে সহ-আয়োজক হিসাবে এই ২য় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
বান্দরবানে বিএনপি’র পথসভা 
পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০