বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

দিনাজপুরে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় যৌথবাহিনীর অভিযানে একটি পিস্তল ও এক রাইন্ড গুলি সহ ছাদেকুল ইসলাম (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ শনিবার দুপুর আড়াই টায় সদর কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের সোনাহার পাড়া গ্রামের ছাদেকুলের নিজ বাসা থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাদেকুল একই গ্রামের আলাউদ্দিনের ছেলে। 

ওসি জানান, দুপুর সাড়ে ১২ টায় মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ছাদেকুল ইসলামের বাড়িতে তল্লাশী চালিয়ে অস্ত্র গুলি সহ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় বিকেল সাড়ে ৩ টায় সদর কোতয়ালী থানার এস আই মো. মমিনুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।