বিজ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মো. নূরুল আলম

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৬
সিলেটে বিজ্ঞান মেলায় অতিথিরা। ছবি : সংগৃহীত

সিলেট, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নভোথিয়েটার, ঢাকা-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুল আলম বলেছেন, ‘বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর সৃষ্টিশীল প্রজন্ম গঠনে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাদের মৌলিক ও নিজস্ব আবিষ্কারকে তুলে আনতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখবে।’

আজ শনিবার সিলেটে এস্ট্রো বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা এবং সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নভোথিয়েটার-এর পরিচালক নায়মা ইয়াসমিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু, এম সি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোদাব্বির হোসেন, সিলেট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদ-উর-রহমান, সিলেট জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা লতিফা শফি চৌধুরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম রব্বানী, ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাধব রঞ্জন রায়, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ প্রমুখ।

সভায় বক্তারা সিলেটে নভোথিয়েটার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এ ছাড়া আগামী এপ্রিল মাসে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা এম সি কলেজে তিন দিনব্যাপী এস্ট্রো বিজ্ঞান মেলা আয়োজনের ব্যাপারে সুপারিশ প্রদান করা হয়।

বিজ্ঞান মেলায় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা ও বিখ্যাত বিজ্ঞানীদের আবিষ্কার ও অবদান সম্পর্কে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০