আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে : পুলিশ হেডকোয়ার্টার্স

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩২ আপডেট: : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৯

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। 

আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি।

যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারী মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি।

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। 

চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরো বৈদেশিক সাহায্য কমানোর পদক্ষেপ নিলেন ট্রাম্প
ট্রাম্প এখনো পুতিন-জেলেনস্কি বৈঠকের জন্য কাজ করছেন: হোয়াইট হাউস
মার্কিন শুল্কের পরও মাথা নোয়াবে না ভারত
গাজা শহর এখন ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সামরিক বাহিনী
ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে প্রস্তাব দিয়েছে ইউরোপ
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানালেন কিম: কেসিএনএ
জনবল সংকটে ব্যাহত মিনি মৎস্য বীজ খামারের উৎপাদন
নুরুল হকের সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রধান উপদেষ্টার
এফইজেবি’র নতুন কমিটিতে মোস্তফা কামাল মজুমদার সভাপতি, হাসান হাফিজ সাধারণ সম্পাদক
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপি’র ৩,৬৫৭টি মামলা
১০