রংপুরে যৌতুকবিহীন বিয়েতে হাত মিলল ১২ যুগলের

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৪
রংপুরে যৌতুকবিহীন ১২ যুগলের বিয়ে। ছবি : বাসস

রংপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফুলে ফুলে সাজানো হয়েছে বিয়ের আসর। বিলাসবহুল গাড়িতে চড়ে এলেন ১২ যুবক। প্রত্যেকের গায়ে জড়ানো আরবের ঐতিহ্যবাহী পোশাক। লালগালিচা মাড়িয়ে উঠলেন বিয়ের মঞ্চে। একই মঞ্চ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১২ যুগল।

আজ শনিবার বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করেছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

বর-কনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে বেসরকারি এ সংস্থাটি। সমাজে যৌতুক প্রথা রোধ, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজনে আবেদন করেছিলেন ৯০ জন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ যুগলের বিয়ের আয়োজন করা হয়েছে। তবে তাদের দুটি শর্ত দেওয়া হয়। যার একটি হচ্ছে- বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না, অপরটি হচ্ছে- ধার্যকৃত দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

‘বিয়ে আপনার, খরচ আমাদের’ শীর্ষক ক্যাম্পেইনে এ বিয়ে আয়োজনে ছিলেন বর-কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। নব-দম্পতিদের নতুন সংসার শুরু করতে গৃহস্থালির জন্য  প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দম্পতির জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর যে কোনো বিষয়ে এসব দম্পতি পাবেন কাউন্সেলিং সেবা।

নব-দম্পতি শাহরিয়ার ইসলাম লিখন ও শারমিন সুলতানা বলেন, স্বপ্নেও ভাবিনি এত সুন্দর বিয়ের আয়োজন হবে। এ আয়োজনের মাধ্যমে একটি মহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। আমাদের বিয়েকে একটি সামাজিক আন্দোলনের অঙ্গ হিসেবে তুলে ধরা হলো।

কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যে দুশ্চিন্তা ছিল আজ তার অবসান হলো। বিয়েতে তাদের কোনো যৌতুক দিতে হয়নি। কোনো খরচ ছাড়াই এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে খুশি তাদের পরিবারসহ আত্মীয়-স্বজন।

অনুষ্ঠানে আসা একাধিক নারী জানান, কেন যৌতুক দিয়ে নারীদের বিয়ের পীড়িতে বসতে হয় । এমন প্রথা ভাঙ্গতে এই উদ্যোগ প্রশংসার দাবিদার ।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন বাসসকে বলেন, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য আমাদের এ উদ্যোগ। যাতে যুবক-যুবতীরা বিয়ে করে পবিত্র সম্পর্কে জড়িয়ে তাদের জীবন শুরু করতে পারে। কন্যা দায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজন করে যাচ্ছি। পরবর্তীতে আমরা ঢাকায় এমন আয়োজন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কের কারণে ব্রাজিলের মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত
ডলফিন সংরক্ষণে সচেতনতামূলক মাইকিং
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি
ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি 
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
বিতর্কিত পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনাকে সমর্থন করলেন ইসরাইলের অর্থমন্ত্রী 
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া ফটোকার্ড প্রচার শনাক্ত
১০