বান্দরবানে ৯-১০ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে “পার্বত্য সম্প্রীতি উৎসব”

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় বান্দরবানে ৯-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পার্বত্য সম্প্রীতি উৎসব। ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ৯-১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলার, সুয়ালক উপজেলার লামারপাড়ায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী “পার্বত্য সম্প্রীতি উৎসব” অনুষ্ঠিত হবে।

উৎসবে জেলা বান্দরবান, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ থেকে আগত মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গা, মনিপুরী, সাঁওতাল, মালপাহাড়িয়া, বাংগালী, ওঁরাও, মাহালী ও গারো সম্প্রদায়ের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবে।

আজ ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-বান্দরবান সেনা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান এর পরিচালক নু ক্রাচিং মারমা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান  এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে মুখ্য সমন্বয়কারী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার। অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায় আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা
১০