বান্দরবানে ৯-১০ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে “পার্বত্য সম্প্রীতি উৎসব”

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় বান্দরবানে ৯-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পার্বত্য সম্প্রীতি উৎসব। ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ৯-১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলার, সুয়ালক উপজেলার লামারপাড়ায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী “পার্বত্য সম্প্রীতি উৎসব” অনুষ্ঠিত হবে।

উৎসবে জেলা বান্দরবান, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ থেকে আগত মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গা, মনিপুরী, সাঁওতাল, মালপাহাড়িয়া, বাংগালী, ওঁরাও, মাহালী ও গারো সম্প্রদায়ের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবে।

আজ ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-বান্দরবান সেনা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান এর পরিচালক নু ক্রাচিং মারমা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান  এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে মুখ্য সমন্বয়কারী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার। অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায় আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা জানাতে রংপুর যাচ্ছেন জোনায়েদ সাকি
১৬ জুলাই: আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ, গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন
খাগড়াছড়িতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন
আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি, সুফল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা
ভারী বর্ষণে ঝুঁকিতে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের ৩৭ পয়েন্টে ভাঙন 
ইরাকের তেলক্ষেত্রে বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করেছে মার্কিন কোম্পানি
১০