ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুটি পৃথক অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে।
দুদক জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে পরিচালিত অভিযানের অংশ হিসেবে আজ ফলোআপ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়। সেবার মান, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
তদন্তে দেখা যায়, হাসপাতালের ১০০ শয্যার বিপরীতে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন, ফলে চিকিৎসক সংকট তীব্র আকার ধারণ করেছে। রোগীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত খাবার সরবরাহ করা হয় না। প্রতিদিন গড়ে ২৫০ জনের বেশি রোগী ভর্তি থাকলেও সর্বোচ্চ ১০০ জন রোগীকে খাবার সরবরাহ করা হয়।
এছাড়া, হাসপাতালের ওয়াশরুমগুলো অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ওষুধের স্টক ও রেজিস্টার যাচাইয়ের সময় দৈবচয়ন ভিত্তিতে ঘাটতি লক্ষ্য করা যায়।
দুদকের টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিকিৎসা সেবার মান উন্নয়ন, ভর্তি রোগীদের নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধ সংরক্ষণ ও সরবরাহে যথাযথ নজরদারি বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করে। অভিযান থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্তিত্বহীন ভুয়া মিনি স্টেডিয়াম নির্মাণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা থেকে পৃথক একটি অভিযান পরিচালিত হয়।
অভিযান শুরুর আগে টিম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করে মিনি স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত নথি সংগ্রহ করে। পরে সরেজমিনে পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় রেকর্ডপত্র দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে। দুদকের টিম জানিয়েছে, প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।