রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২৩:৩৪
বুধবার সন্ধ্যায় রংপুর স্টেডিয়ামে ‘৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: বাসস

রংপুর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রংপুরে খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে। 

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং খেলাধুলাকে বিকেন্দ্রীকরণ করতে হবে।

আজ বুধবার সন্ধ্যায় রংপুর স্টেডিয়ামে ‘৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবি পাঁচটি জোনে কাজ করবে এবং আঞ্চলিক ক্রিকেট ও ফুটবলকে গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী বছর থেকে রাজশাহী স্টেডিয়ামে এবং পরে খুলনা স্টেডিয়ামেও বিপিএল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট অন্য জেলাগুলোকেও অনুপ্রাণিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে। জেলা পর্যায়ে এ ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন নতুন ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।

আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা খেলাধুলাকে রাজনীতিকরণ করেছিল। যার ফলে কোন জেলা থেকেই ভালো খেলোয়াড় গত ১৭ বছরের বের হয়নি। শুধু খেলাধুলা নয় সব জায়গাতেই রাজনীতিকরণ করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ধারা থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনোদনের আওতায় আনা হবে। প্রতিটি বিভাগেই বিভাগীয় লীগ চালু করা হবে।

গত ২৮ জুলাই আটটি উপজেলা দলকে নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রংপুর সদরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গঙ্গাচড়া উপজেলা। দীর্ঘ ১৩ বছর পর এই স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শকের সমাগম ঘটে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় নির্বাচন সম্ভব হয়নি। তবে মানুষের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করে নির্বাচন দেয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেয়ারম্যান ছিলেন, তারা ৫ আগস্টের পর পালিয়ে যাওয়ায় প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০