ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০০:২৮
ছবি : বাসস

যশোর, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আগামি ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হবে।

আজ বুধবার  যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও একই স্থানে থাকা ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি পার্কটিতে নতুন ডেটা সেন্টারে নকশা, সাইট পরিদর্শন এবং প্রস্তাবিত ও বিদ্যমান ফেসিলিটির সার্বিক মান উন্নয়ন এবং অপারেশনাল এক্সিলেন্স বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। 

ফয়েজ আহমেদ তৈয়্যব আইটি পার্কের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পার্কের অব্যবহৃত ফেসিলিটিতে যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে। 

তিনি বলেন, এসব আয়োজনের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেম পাইপলাইন তৈরি করতে হবে।

এর বাইরে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন, সাইবার লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

এসময় তার সাথে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ হাইটেক পার্ক অথোরিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ফয়েজ আহমেদ তৈয়্যব যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে সেবা ডট এক্সওয়াইজেড এবং চালডাল ডট কম এর কার্যক্রম পরিদর্শন করেন। 

বিকেলে যশোর সার্কিট হাউজে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। 

এসময় বিনিয়োগকারীরা ভাড়া কমানোর দাবি করলে তাদের আশ্বস্ত করে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘ইতিমধ্যে এ ব্যাপারে কমিটি করা হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০