সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:৩৮
ছবি: বাসস

সিলেট, ২০ আগস্ট, ২০২৫ (বাসস): শিশুদের জীবনমান উন্নয়নে ২০১৪ সাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৫ উপজেলায় কাজ শুরু করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ইতোমধ্যে ১৫ হাজার ৬৫৬ জন রেজিস্টার্ড শিশুর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।

সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার নগরের দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে শিশুকল্যাণ বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান।

মতবিনিময় সভায় সংস্থাটি গত এক বছরে সিলেট ও সুনামগঞ্জের ৫ উপজেলায় শিশু কল্যাণ ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের অংশ বিশেষ তুলে ধরে।

উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, ১ হাজার ৩৯৩টি স্বাস্থ্য সম্মত টয়লেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি ওয়াশ ব্লক নির্মাণ, ৩টি পাইপ লাইন ওয়াটার সিস্টেম স্থাপন, ২২টি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন, পাঁচ বছরের নিচে ২৩ হাজার শিশুদের জিএমপি বাস্তবায়ন করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, আয়বৃদ্ধিমূলক কাজে উৎসাহিত করতে ১ হাজার ৩২০ জনকে ১৮ হাজার টাকা করে বিতরণ, ১ হাজার ৫৮৫ পরিবারে ১৫ হাজার ৪০০ হাঁস বিতরণ এবং ৫ শূন্য প্লাস ক্যাম্পেইনের প্রচার।

সভায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের লিড কো-অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশনস আবোনি আলবার্ট রোজরিও বলেন, হাঁস, মোরগ ও গবাদি পশু বিতরণের সাথে শিশুকল্যাণ নিহিত। কারণ, শিশুর অভিভাবকরা এ থেকে উপকৃত হলে শিশু অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে কাজল এ দ্রং বলেন, ‘কর্ম এলাকায় জরিপের ভিত্তিতে ও এলাকাবাসীর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে কাজ করে ওয়ার্ল্ড ভিশন। এই ক্ষেত্রে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে কার্যক্রম সফল বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয়। প্রজেক্টের মেয়াদ শেষ হলে ভিডিসি, সিভিও, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে কার্যক্রম হস্তান্তর করা হয়ে থাকে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় শিশুকল্যাণে কার্যক্রম জোরদারে মতামত তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইকরামুল কবির, ইকবাল সিদ্দিকী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমএ হান্নান, আব্দুল কাদের তাপাদার, খালেদ আহমদ, সংগ্রাম সিংহ, কামাল উদ্দিন আহমদ, কবির আহমদ, ফারুক আহমদ, আহবাব মোস্তফা খান, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, নাসির উদ্দিন, আহমদ জামিল প্রমুখ।

সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার আশুতোষ রেমা, অশেষ রেমা, শিশু সুরক্ষা অফিসার অ্যান্তনী রংদী, ইয়ং প্রোফেশনাল পাবেল হুসেন ও অতি দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০