সিরাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : ‘কাটাখালি খাল পরিস্কার রাখি, দুষণ মুক্ত পরিবেশ গড়ি’এই
শ্লোগান নিয়ে জেলার কাটাখালি নদীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আজ রোববার সকালে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। এ অভিযানে অংশ নেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক অভিযানে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান। পরে নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।