গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬৫ জন আটক

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

গাজীপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্ট’-এ গাজীপুর জেলায় আওয়ামী লীগের ৬৫নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে। গাজীপুরের ৫টি থানা এলাকা থেকে ৪০জনকে আটক করা হয়েছে এবং মহানগরীর ৮টির মধ্যে ৭ থানা থেকে ২৫জনকে আটক করা হয়েছে।

আজ রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বাসসকে জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এদিকে গাজীপুর মহানগরীর ৮টি থানার মধ্যে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে তিনজন, গাছা থানায় পাঁচজন, বাসন থানায় আটজন, কোনাবাড়ি থানায় দুইজন, এবং কাশিমপুর থানায় চারজনকে আটক করা হয়েছে।

কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তার থানায় আটক চারজন হলেন, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবদুর রউফ আরিফ, গাজীপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল্লাহ ও মোমিন ভান্ডারি এবং ওই ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানজিদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ
১০