চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৯ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আরও ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত  সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এনিয়ে গত এক সপ্তাহে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬৩১ জন গ্রেফতার
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
১০