ভাঙ্গনরোধে তিস্তার দু’পাড়ে ২০ কিলোমিটার এলাকার কাজ শুরু মার্চে: রিজওয়ানা

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০
রবিবার তিস্তা নদীর পাড়ে রংপুর জেলা প্রশাসনের আয়োজিত তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার দুইপাড়ের ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি শুরু করা হবে।

তিনি বলেন, তিস্তার দুইপাড়ের ৪৫ কিলোমিটার ভাঙ্গনপ্রবণ এলাকার ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি শুরু করা হবে। এবং বাকী অংশের কাজও পর্যায়ক্রমে শুরু  হবে।

আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলব্রিজ সংলগ্ন এলাকায় ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভাঙ্গনরোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব যাতে ভাঙ্গনপ্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে; ভাঙ্গনপ্রবণ এলাকার একজন করে স্থানীয় মানুষ থাকবে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এটি করা হবে।

রিজওয়ানা আরও বলেন, তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সঙ্গে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবেনা। পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে এবং পরিকল্পনা বাস্তবায়নে আপনারা স্থানীয়রা থাকবেন।  

উপদেষ্টা আরও বলেন, ‘সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম। এ যাত্রাটা দ্রুতগতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সঙ্গে নিয়েই চলবে।’

রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তৃতা করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিক মোজাহিদ, নাগরিক কমিটির আখতার হোসেন, আবু সাঈদ লিয়ন প্রমুখ।

এছাড়া, গণশুনানীতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ. কে. এম. তাহমিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, আনসার
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
১০