দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, আনসার

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:১৭

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ফেডারেশন কাপে পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী দল তাদের চিরপ্রতিদ্বন্ধী বাংলাদেশ আনসারকে সরাসরি ৩-০ গেমে পরাজিত করেছে। যদিও সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের কাছে। 

টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ আনসার এবং ২০১৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিসের জাতীয় আসরগুলোতে নিয়মিত প্রতিদ্বন্দ্বীতা করে আসছে। 

সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭, ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত কওে শিরোপা জয় করেন।

মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শুরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমাকে পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন। 

উল্লেখ্য সর্বশেষ ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০