মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু। ছবি: বাসস

মাগুরা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কাল শুরু হয়েছে।  গতকাল দুপুর সাড়ে বারোটা থেকে ২টা ৩০ পর্যন্ত শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফার্মেসি, মিষ্টির দোকান, হোটেল, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। 

অভিযানে 'মেসার্স বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার'- এ অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরির অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স সততা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং মেসার্স মুসলিম সুইটস এ বাসি-পঁচা দই-মিষ্টি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। 

অভিযানকারী দল পরে অন্যান্য মুদিদোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান পরিদর্শন করে। তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বেশ কিছু প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম করছিল। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর পরিপন্থী। তাই তাদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, ভোক্তা অধিকার যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয়, সেজন্য আমরা সবসময় সজাগ আছি। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনগণের নিরাপদ ও ন্যায্যমূল্যের পণ্য প্রাপ্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০