লক্ষ্মীপুরে ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের জালে ধরা পড়ে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। এটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা। গতকাল সন্ধ্যায় কালু মাঝির জালে মাছটি ধরা পড়ে। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত কালু মাঝি। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, শাপলা পাতা মাছ মূলত সামুদ্রিক মাছ। এটি সাগরে থাকে। মাঝেমধ্যে নদীর উপকূলেও আসে। মেঘনায় এই শাপলা পাতা মাছ রয়েছে। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে শাপলা পাতা মাছ। তবে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ এ এলাকায় এবারই প্রথম ধরা পড়েছে।

কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় তার আড়তেই মাছটি আনা হয়। 

লিটন বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটি ডাকে ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। তিনি আরো বলেন, এই প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব জেলেই  খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।

কালু মাঝি বলেন, প্রথমে জাল তুলতে অনেক কষ্ট হয়েছে। পাশাপাশি ভয়ও পেয়েছি। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পাই বিরাট আকারের শাপলা পাতা মাছ। অনেক খুশি হয়েছি। ঘাটে মাছটি বিক্রি করতে গেলে ৪৬ হাজার টাকা দাম উঠে। পরে সবার অনুরোধে মাছটি কেটে বিক্রি করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০