মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ আইনে অর্থদণ্ড প্রদান

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
মুন্সীগঞ্জ জেলায় পরিবেশ আইন অমান্য করায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত রোববার ৩টি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় পরিবেশ আইন অমান্য করায় ৩ শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২০লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান  করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 

প্রতিষ্ঠানগুলো হলো গজারিয় উপজেলার বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল লিমিটেড, জে . এম আই ইন্ড্রাষ্ট্রি পার্ক এবং আনোয়ার সিমেন্ট লিমিটেড ।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল রোববার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত গজারিয়ায় ভিটিকান্দি এবং তেতৈতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সমময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় পরিবেশ সংরক্ষণ আইনের জে. এম আই ইন্ড্রাষ্ট্রি পার্ককে ১০ লাখ টাকা, বসুন্ধরা ইন্ডাসট্রিয়াল লিমিটেড কে ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন  এবং আনোয়ার সিমেন্ট লিমিটেডকে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া খোলা অবস্থায় কাচাঁমাল এবং নির্মাণ সামগ্রী রাখায়  বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় ২লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এছাড়া ৩ শিল্প প্রতিষ্ঠানকে আগামী ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি বিধান প্রতিপালন করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিষ্ট মো. সানোয়ার হোসেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০