শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসি’তে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র ৮ম সমাবর্তনে সভাপতির বক্তৃতা করেন ছবি : পিআইডি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যৎ শোষণ ও অন্যায়মুক্ত বাংলাদেশের নেতৃত্ব দেবে। যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং যা অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হবে। এজন্য তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। 

আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসি’তে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র (আইইউবিএটি) ৮ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের উদ্দেশে দ’ুটি গুরুত্বপূর্ণ অনুরোধ করেন। প্রথমত, অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এটি সমাজকে আরো শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব করবে। দ্বিতীয়ত, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করতে হবে। 

তিনি বলেন, প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। এটি কমাতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে আপনাদের সাহস ও ত্যাগের বিনিময়ে। আপনারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন।’ তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন যে, ভালো ক্যারিয়ার গড়াই শেষ লক্ষ্য নয়। সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত সাফল্য।

বর্তমান উন্নয়ন মডেলের পরিবেশগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন যেন প্রকৃতির ওপর চাপ সৃষ্টি না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রকৃতির ক্ষতি না করেও উন্নতি সম্ভব। এজন্য উন্নয়নের ধারণা বদলাতে হবে। এ সময় তিনি আইইউবিএটি-কে পরিবেশবান্ধব উন্নয়ন মডেল প্রচারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, সমাবর্তন বক্তা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর অধ্যাপক ড. ট্যামসিন ব্র্যাডলি, আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নারগিস ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী রিয়ানা আজাদ।

পরে উপদেষ্টা সমাবর্তন ডিগ্রি প্রদান করেন এবং ফাউন্ডার মিয়ান গোল্ড মেডেল, আলিমুল্লাহ মিয়ান অ্যাওয়ার্ড ও ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেন।

সমাবর্তনে এমবিএ, বিবিএ, কৃষি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং এবং ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার
শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান
জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, নিখোঁজ ১
চুনারুঘাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির
নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল
শেরপুরে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা বিএনপির
বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি লিগ্যাল এইডের
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
১০