চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৬
রিহ্যাব চট্টগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠেয় আবাসন মেলা উপলক্ষে মঙ্গলবার দুপুরে সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (রিহ্যাব) চট্টগ্রামের উদ্যোগে ৪ দিনব্যাপী ১৬তম আবাসন মেলা শুরু হচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

মঙ্গলবার দুপুরে রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

তিনি জানান, নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

১৩-১৬ ফেব্রুয়ারি রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ৪২টি স্টল থাকছে। এরমধ্যে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, ২০০১ সালে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এরপর ২০০৪ সাল থেকে বিদেশেও এই মেলার আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনি ও কাতারসহ বিভিন্ন দেশে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, দেশে এবং বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এবার রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫-এ গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড এবং উইকন প্রপার্টিজ লিমিটেড। এছাড়া ১৪টি কো-স্পন্সর প্রতিষ্ঠানসহ ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিচ্ছে।

প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনের পর বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১শ’ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এবং সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহমদ ও মোহাম্মদ মাঈনুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোটালীপাড়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা খোকন তালুকদার
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
১০