নারায়ণগঞ্জে সাবেক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা শহরের টানবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় (৬২) নামে এক সাবেক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন। এর আগে সোমবার রাতে টানবাজারে সাহাপাড়ায় অবস্থিত শংকর সাহার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।

নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক। তার বড় ছেলে প্রবাসী প্রকৌশলী। ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। 

পুলিশ জানায়, সোমবার নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে ১০ টার দিকে বাড়িতে ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন তার পিতা উৎপল রায়ের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলঙ্কারসহ টাকা নিয়ে গেছে। ঘটনারপর থেকে পলাতক ফ্ল্যাটের গৃহকর্মী ও বাড়ির নিরাপত্তা প্রহরী। 

হত্যাকান্ডের রহস্য উদঘাটনে থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন দল কাজ করছে বলে জানান ওসি নাসিরউদ্দিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০