বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৩

সেবার মনোভাব নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি পার্বত্য উপদেষ্টার আহ্বান

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সেবার মনোভাব এবং সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

এছাড়াও সভায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭), ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়।

সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের  সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে।’
 
তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। 

তিনি বলেন, আপনারা সুসংবদ্ধ থাকলে উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আমাদের কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের  স্বাবলম্বী হতে এখনই তিন বছর মেয়াদি বাঁশ চাষ করা দরকার।

তিনি বলেন, এছাড়া প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখুন। পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার থাকবে না। 

সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমরা খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ছাত্র ছাত্রীদের খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের মধ্যে সেরাদের সেরা হওয়ার জন্য সকলকে ফুটবল ও ক্রিকেট খেলায় কঠোর অনুশীলন করতে হবে। 

বিজয়ী ফুটবলারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের বিভাগ থেকে জাতীয় এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে। 

সভায় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।