বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫

ঝিনাইদহে ঘন কুয়াশায় জনজীবন জবুথবু

ঝিনাইদহ জেলায় আজ বুধবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাঘের শেষ সপ্তাহে জেলায় ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আজ বুধবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

আজ সকালে জেলার বিভিন্ন সড়কে কুয়াশার তীব্রতা লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে বেড়েছে শীত।

ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। মাঘের শেষ দিকের শীত ও কুয়াশায় জনজীবন জবুথবু হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক শাহিন আলম বলেন, ঘন কুয়াশায় রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সড়কে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

পথচারী জেসমিন আক্তার বাসস'কে বলেন, সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। খুব কুয়াশা পড়ছে আজ। ১০ হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। শিশিরে ভিজে যাচ্ছে কাপড়-চোপড়। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে হঠাৎ কুয়াশায় আম, লিচু ও লেবুর মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকের। কুয়াশার তীব্রতায় আম ও লিচুর মুকুল পুড়ে যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বাসস'কে বলেন, কুয়াশার কারণে শুটিমোল্ড বা ছত্রাকের আক্রমণে মুকুল কালো হয়ে ঝরে পড়ে। যদি মুকুলের ফুল না ফুটে থাকে, তাহলে ছত্রাক নাশক স্প্রে করতে হবে। তবে মুকুলের ফুল ফুটে গেলে ছত্রাকনাশক স্প্রে করা যাবে না।