ঝিনাইদহে ঘন কুয়াশায় জনজীবন জবুথবু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫
ঝিনাইদহ জেলায় আজ বুধবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাঘের শেষ সপ্তাহে জেলায় ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আজ বুধবার ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ।

আজ সকালে জেলার বিভিন্ন সড়কে কুয়াশার তীব্রতা লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে বেড়েছে শীত।

ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। মাঘের শেষ দিকের শীত ও কুয়াশায় জনজীবন জবুথবু হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক শাহিন আলম বলেন, ঘন কুয়াশায় রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সড়কে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

পথচারী জেসমিন আক্তার বাসস'কে বলেন, সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। খুব কুয়াশা পড়ছে আজ। ১০ হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। শিশিরে ভিজে যাচ্ছে কাপড়-চোপড়। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে হঠাৎ কুয়াশায় আম, লিচু ও লেবুর মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকের। কুয়াশার তীব্রতায় আম ও লিচুর মুকুল পুড়ে যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বাসস'কে বলেন, কুয়াশার কারণে শুটিমোল্ড বা ছত্রাকের আক্রমণে মুকুল কালো হয়ে ঝরে পড়ে। যদি মুকুলের ফুল না ফুটে থাকে, তাহলে ছত্রাক নাশক স্প্রে করতে হবে। তবে মুকুলের ফুল ফুটে গেলে ছত্রাকনাশক স্প্রে করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০