শেরপুরে বিদ্যুৎপৃষ্টে দুই কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
শেরপুর জেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু। ছবি ; বাসস

শেরপুর, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় সদর উপজেলার বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত্যুরা হলো,  সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের  মৃত লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন(৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় কৃষক আকরাম হোসেন ও কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আকরাম বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে, তার সঙ্গে থাকা হানিফ তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। মৃতদের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০