শেরপুরে বিদ্যুৎপৃষ্টে দুই কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
শেরপুর জেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু। ছবি ; বাসস

শেরপুর, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টায় সদর উপজেলার বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত্যুরা হলো,  সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের  মৃত লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন(৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় কৃষক আকরাম হোসেন ও কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আকরাম বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে, তার সঙ্গে থাকা হানিফ তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। মৃতদের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০