টাঙ্গাইলের বংশাই নদীতে ঐতিহ্যবাহী ডুবের মেলা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯
জেলার বাসাইল কাঞ্চনপুর বংশাই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা । ছবি ; বাসস

টাঙ্গাইল, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামে বংশাই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা অনুষ্ঠিত ।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত এই মেলায় নদীতে পূর্ণ্যস্নান করলে পাপমোচন হয়। যা মানুষের মুখে ডুবের মেলা নামে পরিচিত।

আজ বুধবার  দিনব্যাপী এ মেলায় জেলার দূর দূরত্ব থেকে আগত জনগণ পূজা ও স্নান পর্বে অংশগ্রহণ করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে স্নান উৎসব। নারী-পুরুষ ও কিশোর-কিশোরী   স্নান উৎসবে অংশ নেন। তারা জমির আইল ধরে ডুবের মেলায় আসেন।

স্নান উৎসবে অংশ নেওয়া পূণ্যার্থীরা জানান, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপণ করেন। গঙ্গাস্নান করলে সাড়া বছরের পাপ মোচন হয়। মনের আশা ও বাসনা পূরণ হয়। এই স্নানে অংশ নিলে পূর্ণ মিলে। দূর-দূরান্ত থেকে লোকজন আসে গঙ্গাস্নানে অংশ নিয়ে তাদের মনের বাসনা পূরণ করে।

জানা যায়, ব্রিটিশ শাসনামলে বক্ত সাধু নামে খ্যাত এই সন্যাসীর (মাদব ঠাকুর) মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। এই পূজা উপলক্ষে তখন থেকে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তখন থেকে এটা ডুবের মেলা নামে পরিচিত। 

মেলায় স্নানে অংশ গ্রহণ করতে আসা অনিল কুমার জানান,সনাতন ধর্মাবলম্বীরা মনে করে যে, আজকে এই মাঘীপূর্ণিমার তিথিতে উত্তর বাহিত জলে স্নান করলে সাড়া বছরের পাপ মোচন হয়।

অনেকের মনে আশা থাকে যে স্নান করলে তাদের মনের আশা পূরণ হয়। যাদের ছেলে-মেয়ে হয় না তারা এখানে এসে স্নান করে। একেক জনে একক রকমের বাসনা নিয়ে এসে স্নান করে।

মিষ্টি বিক্রেতা ফজল আলী জানান, আমি ৩২ বছর ধরে এই মেলায় আসি। মেলায় ভালোই মিষ্টি বিক্রি হয়। মেলায় ১০-১২ মণ মিষ্টি বিক্রি করা যায়। মেলায় অনেক লোকের সমাগম হয়।

পুরোহিত রবিন্দ্র চক্রবর্তী জানান, পূর্ব পুরুষ থেকে এই গঙ্গাস্নান শুরু হয়েছে। এই গঙ্গাস্নানকে বলে মাঘীপূর্ণিমার গঙ্গাস্নান। ১৫-২০ জন পুরোহিত এই গঙ্গাস্নানে এসেছে। দূর-দুরান্ত থেকে লোকজন এসেছেন গঙ্গাস্নানে অংশ গ্রহণ করতে। পূণ্যার্থীরা তাদের মনের বাসনা নিয়ে এখানে আসেন। তারা ডুব দিলে তাদের মনের বাসনা পূরণ হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০