আবু সাঈদের গুলি বুকে ধারণ করার দৃশ্য হাজার বছরেও কেউ দেখেনি : আবদুল হাই শিকদার   

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯
শুক্রবার মহান শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন কবি আবদুল হাই শিকদার। ছবি: বাসস

রংপুর, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, আবু সাঈদের মতো বীরের সবক’টা গুলি বুকে ধারণ করার দৃশ্য এক হাজার বছরের বাংলার ইতিহাসে কেউ দেখেনি। সংগ্রামী ছাত্র জনতার এই স্পিরিটকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। ছাত্রদের সঠিক রাস্তায় রেখে দেশকে সাজাতে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।

তিনি শুক্রবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর ক্যাম্পাসে স্বাধীনতা স্মারক স্কোয়ারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

তিনি বলেন, ভাষা আন্দোলনের অনেক ইতিহাস এখনো চাপা পড়ে আছে। জুলাই বিপ্লবের পর কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে। এখন সে সব চাপা পড়া সকল ইতিহাসকে উন্মোচিত করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে। 

কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। 

সকালে উপাচার্য বাংলা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া ভাষা- শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালির উদ্বোধন করেন। শোক র‌্যালিতে বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

শোক র‌্যালিটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পার্কের মোড় (আবু সাঈদ চত্বর) ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। 

এরপর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইন্সটিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ মাছুম।

প্রফেসর মাছুম বলেন, ২৪ এর নতুন স্বাধীনতা গোটা জাতিকে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে। এ স্বপ্ন এগিয়ে নেয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। 

সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ও সাহস ২৪ এর বিপ্লবে শক্তি ও প্রেরণা জুগিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০