জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রতিপাদ্য শ্লোগান ৬ মার্চের মধ্যে প্রেরণ করতে হবে

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবসের জন্য তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য শ্লোগান আগামী ৬ মার্চের মধ্যে প্রেরণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২৮ এপ্রিল ২০২৫’ উপলক্ষে শ্লোগান প্রেরণ প্রসঙ্গে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল-কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবারও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ এর একটি তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য শ্লোগান নির্ধারণ করার লক্ষ্যে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে দুই লাইনের একটি শ্লোগান তৈরি করে আগামী ৬ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে সফট কপি [email protected] ই-মেইলে এবং হার্ড কপি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চেয়ারম্যান, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসার, দেশের সকল জেলা লিগ্যাল এইড অফিসার, চেয়ারম্যান, শ্রমিক আইন সহায়তা সেল, ঢাকা ও চট্রগ্রামসহ সংশ্লিষ্টদের নির্দেশের অনুলিপি প্রেরণ করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) মো: শহীদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০