জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।ছবি: বাসস

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেইসঙ্গে বহুভাষিকতাকে টেকসই সামাজিক উন্নয়নের সাথে সংযুক্ত করার উদ্যোগের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেলিসা ফ্লেমিং এবং অন্যান্য সকল বক্তারা তাদের বক্তব্যে মাতৃভাষার জন্য নিবেদিত একটি দিবস ঘোষণা বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার গভীর প্রশংসা করেন। পাশাপাশি, তারা অব্যাহত শিক্ষা ও উন্নয়নের ভিত্তি হিসেবে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার গুরুত্বকেও স্বীকৃতি দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষা ও ভাষা বিষয়ক এনজিও কমিটির সভাপতি অধ্যাপক ফ্রান্সিস এম. হাল্ট, ইউনেস্কোর প্রতিনিধি লিলি গ্রে এবং জাতিসংঘের বহুভাষিকতার সমন্বয়কারীর প্রতিনিধি অ্যান লাফেবার। এর আগে সকালে বাংলাদেশের স্থায়ী মিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বার্তা পাঠ করে শোনান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০