জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।ছবি: বাসস

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেইসঙ্গে বহুভাষিকতাকে টেকসই সামাজিক উন্নয়নের সাথে সংযুক্ত করার উদ্যোগের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেলিসা ফ্লেমিং এবং অন্যান্য সকল বক্তারা তাদের বক্তব্যে মাতৃভাষার জন্য নিবেদিত একটি দিবস ঘোষণা বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার গভীর প্রশংসা করেন। পাশাপাশি, তারা অব্যাহত শিক্ষা ও উন্নয়নের ভিত্তি হিসেবে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার গুরুত্বকেও স্বীকৃতি দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষা ও ভাষা বিষয়ক এনজিও কমিটির সভাপতি অধ্যাপক ফ্রান্সিস এম. হাল্ট, ইউনেস্কোর প্রতিনিধি লিলি গ্রে এবং জাতিসংঘের বহুভাষিকতার সমন্বয়কারীর প্রতিনিধি অ্যান লাফেবার। এর আগে সকালে বাংলাদেশের স্থায়ী মিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বার্তা পাঠ করে শোনান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
১০