ব্রাজিলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: পিআইডি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ব্রাজিলে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

ব্রাজিলে অবস্থিত দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাসে গতকাল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে টেকসই উন্নয়নে ভাষাকে গুরুত্ব দেয়ার প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।

ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির প্রথমেই ৫২-এর ভাষা শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রেরিত দু’টি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর চার্জ দ্য এ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন ও সামরিক এটাশে’র স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাস পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চার্জ দ্য এ্যাফেয়ার্স মো জসীম উদ্দিন দিবসটি উপলক্ষে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০