ব্রাজিলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: পিআইডি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ব্রাজিলে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

ব্রাজিলে অবস্থিত দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাসে গতকাল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে টেকসই উন্নয়নে ভাষাকে গুরুত্ব দেয়ার প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।

ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির প্রথমেই ৫২-এর ভাষা শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রেরিত দু’টি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর চার্জ দ্য এ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন ও সামরিক এটাশে’র স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাস পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চার্জ দ্য এ্যাফেয়ার্স মো জসীম উদ্দিন দিবসটি উপলক্ষে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০