ব্রাজিলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: পিআইডি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ব্রাজিলে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।

ব্রাজিলে অবস্থিত দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাসে গতকাল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে টেকসই উন্নয়নে ভাষাকে গুরুত্ব দেয়ার প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।

ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির প্রথমেই ৫২-এর ভাষা শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহত সবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রেরিত দু’টি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর চার্জ দ্য এ্যাফেয়ার্স মো. জসীম উদ্দিন ও সামরিক এটাশে’র স্থানীয়ভাবে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাস পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চার্জ দ্য এ্যাফেয়ার্স মো জসীম উদ্দিন দিবসটি উপলক্ষে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
১০