সিএনজি চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান ড. মঈন খানের

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৪
শনিবার প্রেসক্লাবে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল মঈন খান। ছবি : বাসস

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সিএনজি চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ‘সিএনজি-অটোরিকশা’ শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রদান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ড. আবদুল মঈন খান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা রাস্তায় শৃঙ্খলা বজায় রেখে গাড়ি চালাবেন। সেই সঙ্গে মানুষের সেবা করবেন।’  

তিনি বলেন, ‘আমি আইটি মন্ত্রী ছিলাম। আইটি বাংলাদেশে প্রসারের জন্য আমিই সর্বপ্রথম কাজ করেছি। এদেশের সাবমেরিন কেবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করিয়েছি।’

জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি রুহুল আমীন মুন্সির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বক্তৃতা করেন।

সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে এ অনুষ্ঠানে ১২টি দাবি উত্থাপন করা হয়েছে। ১২টি দাবির মধ্যে ১০টি দাবির প্রতি সমর্থন জানিয়ে ড. মঈন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং আমি যদি কোনো দায়িত্ব পাই, তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০