ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইতালি দূতাবাস

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতালি দূতাবাসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- ‘দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ ও ইতালি থেকে করা জালিয়াতি কার্যকলাপ বোঝা ও সনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রেখেছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে এবং দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি এর বাইরে কোনো অর্থ না দিতে অনুরোধ করা যাচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনও অসদাচরণ সম্পর্কে আবেদনকারীদের দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে। দূতাবাস আরো জানিয়েছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী মোতায়েনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে। এটি আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে আস্থা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় পুলিশ (গার্ডিয়া ডি ফিনাঞ্জা) কর্তৃক পরিচালিত একটি তদন্তের পর সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মী এবং ইতালি ও বাংলাদেশের আরও বেশ কয়েকজন অভিযুক্তকে গৃহবন্দি হয়েছে। দূতাবাস এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অভিবাসীদের নির্যাতন ও শোষণ থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর যাচাইকরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০