ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইতালি দূতাবাস

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতালি দূতাবাসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- ‘দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ ও ইতালি থেকে করা জালিয়াতি কার্যকলাপ বোঝা ও সনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রেখেছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে এবং দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি এর বাইরে কোনো অর্থ না দিতে অনুরোধ করা যাচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনও অসদাচরণ সম্পর্কে আবেদনকারীদের দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে। দূতাবাস আরো জানিয়েছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী মোতায়েনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে। এটি আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে আস্থা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় পুলিশ (গার্ডিয়া ডি ফিনাঞ্জা) কর্তৃক পরিচালিত একটি তদন্তের পর সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মী এবং ইতালি ও বাংলাদেশের আরও বেশ কয়েকজন অভিযুক্তকে গৃহবন্দি হয়েছে। দূতাবাস এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অভিবাসীদের নির্যাতন ও শোষণ থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর যাচাইকরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুরে বস্ত্র বিতরণ
সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আট দাবি উপস্থাপন
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না : এ্যানি
ফেনীতে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম   
১০