ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইতালি দূতাবাস

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৮
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতালি দূতাবাসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে- ‘দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ ও ইতালি থেকে করা জালিয়াতি কার্যকলাপ বোঝা ও সনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রেখেছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে এবং দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি এর বাইরে কোনো অর্থ না দিতে অনুরোধ করা যাচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনও অসদাচরণ সম্পর্কে আবেদনকারীদের দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে। দূতাবাস আরো জানিয়েছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী মোতায়েনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে। এটি আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে বলেও দূতাবাসের পক্ষ থেকে আস্থা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় পুলিশ (গার্ডিয়া ডি ফিনাঞ্জা) কর্তৃক পরিচালিত একটি তদন্তের পর সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মী এবং ইতালি ও বাংলাদেশের আরও বেশ কয়েকজন অভিযুক্তকে গৃহবন্দি হয়েছে। দূতাবাস এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অভিবাসীদের নির্যাতন ও শোষণ থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর যাচাইকরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০