স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তদন্তকাজ চলমান থাকা অবস্থায় তারা দেশত্যাগ করলে সার্বিক তদন্তকাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে প্রতীয়মাণ হয়। এমতাবস্থায় তদন্তকাজ চলমান থাকা অবস্থায় দেশত্যাগ করতে না পারেন সেজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) এস এম মামুনুর রশীদ খাইরুলের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি খাইরুলের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সম্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংক লি. কাওরান বাজার শাখা হতে ১০ কোটি টাকা ক্ষণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’  রাখলেন ট্রাম্প
দুর্গাপূজা উদযাপনে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা
রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজশাহীতে পাঁচ মামলার আসামি গ্রেপ্তার
বিএনপি নেতা আমীর খসরু ও আইন উপদেষ্টাকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের
মনোহরদীতে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দিল বিএনপি
রংপুরে মাদকসহ চা-দোকানি গ্রেপ্তার
তেজগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
কর্ণফুলী নদী থেকে নিষিদ্ধ জাল জব্দ
ঝিনাইদহে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
১০