লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
লক্ষ্মীপুর জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস): জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা।

পরে অতিথিরা ৯৮ জনের মাঝে শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার করে ৫লাখ টাকার চেক বিতরণ করেন। প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৯ জন। শহীদ পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন। শহীদ ও আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আথিক অনুদান দেয়া হয়েছে। ইতোমধ্যে দু-দফায় প্রায় ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। সব সময় তাদের পাশে জেলা ও উপজেলা প্রশাসন রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
১০