লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
লক্ষ্মীপুর জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস): জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা।

পরে অতিথিরা ৯৮ জনের মাঝে শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার করে ৫লাখ টাকার চেক বিতরণ করেন। প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৯ জন। শহীদ পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন। শহীদ ও আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আথিক অনুদান দেয়া হয়েছে। ইতোমধ্যে দু-দফায় প্রায় ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। সব সময় তাদের পাশে জেলা ও উপজেলা প্রশাসন রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০