লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
লক্ষ্মীপুর জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস): জেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা।

পরে অতিথিরা ৯৮ জনের মাঝে শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার করে ৫লাখ টাকার চেক বিতরণ করেন। প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৯ জন। শহীদ পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসন। শহীদ ও আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আথিক অনুদান দেয়া হয়েছে। ইতোমধ্যে দু-দফায় প্রায় ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। সব সময় তাদের পাশে জেলা ও উপজেলা প্রশাসন রয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০