লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ পরিবার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৮ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ২০:৪৭
লালমনিরহাটে ঝড়ে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত। ছবি: বাসস

লালমনিরহাট, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার। এসময় টিন ও ইটের আঘাতে ৩ জন জন আহত হয়েছেন।

কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রতিধর ৮ নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আজ রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিল্ডিং এর ইট খুলে ও টিন লেগে এ সময় বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘর বাড়ি ও গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো। তবে আরো বেশি সময় থাকলে আরো কয়েকগুণ ক্ষতি হত।  

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। 

তিনি জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তারা দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসবেন। 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০