সাবেক মন্ত্রী টিপু মুনশিসহ ৭ জনের আয়কর নথি জব্দ

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৫

ঢাকা, ১৬ নভেম্বর , ২০২৫ (বাসস) : ‎‎‎ ‎‎‎আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

আয়কর নথি জব্দ হওয়া অপর আসামিরা হলেন— কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্র্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সকল আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে, শুরু থেকে ২০২৪-২৫ সালের পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০