নীলফামারীতে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সভা 

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪
প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সভা । ছবি : বাসস

নীলফামারী, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে সভার আয়োজন করে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

এসময় সনাক সভাপতি মো. আকতারুল আলম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মন্ডল, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু ও টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান।

সভায় গুণগত প্রাথমিক শিক্ষার মান নিশ্চিৎ করার লক্ষ্যে সনাক কতৃক পরিচালিত কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সমস্যা, অভিযোগ ও পরামর্শসমূহ উপস্থাপন করেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি এসমব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করে বলেন,‘এই ধরণের অধিপরামর্শ সভার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে এ উদ্যোগ’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
১০