নাটোর, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় আজ বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিপণন এবং পণ্য উৎপাদনে আয়োডিনবিহীন লবন ব্যবহারের দায়ে তিনটি বেকারির মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
আজ সোমবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
উপজেলার বনপাড়া এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিপণন করার দায়ে বনপাড়া বেকারি অ্যান্ড সুইটসয়ের মালিক মো. মোজাফফর আলীকে দশহাজার টাকা এবং ঢাকা কিং বেকারির মো. আলামিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে, গুরুদাসপুর উপজেলার খামার নাজকৌড় এলাকায় আয়োডিনবিহীন লবন ব্যবহার করে পণ্য উৎপাদন করার দায়ে বিসমিল্লাহ চানাচুর ফ্যাক্টরির মালিককে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান।
উভয় অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।