নাটোরে তিনটি বেকারিকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯
বেকারিকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ছবি: বাসস

নাটোর, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় আজ বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিপণন এবং পণ্য উৎপাদনে আয়োডিনবিহীন লবন ব্যবহারের দায়ে তিনটি বেকারির মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আজ সোমবার জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। 

আজ সোমবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

উপজেলার বনপাড়া এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিপণন করার দায়ে বনপাড়া বেকারি অ্যান্ড সুইটসয়ের মালিক মো. মোজাফফর আলীকে দশহাজার টাকা এবং ঢাকা কিং বেকারির মো. আলামিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে, গুরুদাসপুর উপজেলার খামার নাজকৌড় এলাকায় আয়োডিনবিহীন লবন ব্যবহার করে পণ্য উৎপাদন করার দায়ে বিসমিল্লাহ চানাচুর ফ্যাক্টরির মালিককে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান।

উভয় অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
১০