চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত ও নাশকতাকারী হিসেবে চিহ্নিত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত নগরের ১৩ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন (২৬), মো. জসিম উদ্দিন সিকদার (৪৫), মো. রিদুয়ানুল ইসলাম (২৮), মো. নুর কবির (৫৪), মো. শুক্কুর মিয়া (২৫), মো. মাহি সায়েদ (২৫), সুমন দাশ (৩৯), মো. সাইমন (২৫), মো. শাহীন (২৬), মো. ইমরান (৩৩), মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), মৃদুল চন্দ্র দে (৫৪), রুপম দে (৪২), মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), জসিম উদ্দিন (৪০), ডা. মাওলানা ইউনুস অহিদ (৬৫), মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও মো. মনছুর আলী (৪৭)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগসহ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
১০