চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত ও নাশকতাকারী হিসেবে চিহ্নিত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত নগরের ১৩ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন (২৬), মো. জসিম উদ্দিন সিকদার (৪৫), মো. রিদুয়ানুল ইসলাম (২৮), মো. নুর কবির (৫৪), মো. শুক্কুর মিয়া (২৫), মো. মাহি সায়েদ (২৫), সুমন দাশ (৩৯), মো. সাইমন (২৫), মো. শাহীন (২৬), মো. ইমরান (৩৩), মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), মৃদুল চন্দ্র দে (৫৪), রুপম দে (৪২), মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), জসিম উদ্দিন (৪০), ডা. মাওলানা ইউনুস অহিদ (৬৫), মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও মো. মনছুর আলী (৪৭)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগসহ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সংস্কার কমিশনের সুপারিশ 
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
১০